চট্টগ্রাম, ১৪ আগষ্টঃ কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কেইপিজেড) সাম্প্রতিক কর্মকাণ্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুব্ধ বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
এই কারণে প্রস্তাবিত আরও দুটি শিল্প জোনে এক সঙ্গে বেশি পরিমাণ জমি বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসক সভা কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা জানান।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী, সংসদ সদস্য দিদারুল আলম, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের উপ-পরিচালক আলী আসলাম হোসেন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ জামাল আহমেদ, সমাজসেবা কার্য্যালয়ের উপ পরিচালক বন্দনা দাশ, আনসার ভিডিপির সার্কেলের মুহা. আব্দুস সামাদ, সিনিয়র জেল সুপার মো. সগির মিয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক, বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, নৌ বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, 'শিল্পাঞ্চল গড়ে তোলার জন্য আড়াই হাজার একর জমি নিয়েছিল কেইপিজেড। কিন্তু সেখানে তিনটি শিল্প প্রতিষ্ঠানও গড়ে তুলেনি তারা। এ কারণে তাদের ওপর ক্ষুব্ধ স্বয়ং প্রধানমন্ত্রীও।'
সভায় কোস্টগার্ডের স্থলে অভিযান নিয়ে প্রশ্ন তোলেন জনপ্রতিনিধিরা।
তারা অভিযোগ করেন, স্থলে নিয়ম বহির্ভূতভাবে অভিযানের নামে আটক বাণিজ্য করছে কোস্টগার্ড।
এখন থেকে স্থলে অভিযানের সময় পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে রাখতে কোস্টগার্ডের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক।