সিলেট: ৭২ ঘন্টার আলটিমেটাম শেষ হবে মঙ্গলবার। এরই মধ্যে কর্মীসভা আহবান করেছে সদ্যঘোষিত জেলা ও মহানগর কমিটি প্রত্যাখ্যানকারী ছাত্রদল নেতারা।
মঙ্গলবার বিকেল ৩ টায় নগরীর কুমারপাড়াস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে কর্মী সভার আয়োজনের মাধ্যমে তারা গণপদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
সিলেট জেলা ছাত্রদলের সাবেক সমাজ সেবা সম্পাদক রেজাউল করিম নাচন বাংলানিউজকে বলেন, মঙ্গলবার ৭২ ঘন্টার আলটিমেটাম শেষ হচ্ছে। তাই বিকেল ৩ টায় কর্মী সভার মাধ্যমে সব নেতাকর্মীদের পদত্যাগের আহবান জানানো হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় জেলা ও মহানগর বিএনপির নেতারাও নবগঠিত কমিটির বিরুদ্ধে। তারা শুরু থেকেই আমাদের পক্ষে রয়েছেন। তাছাড়া ঘোষিত কমিটির ৮জন নেতা পদবঞ্চিতদের সঙ্গে একাত্বতা পোষণ করে পদত্যাগ করবেন বলেও জানান তিনি।
এদিকে গণপদত্যাগের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও সকলকে আহবান জানিয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী।
তিনি ফেসবুক আইডিতে লিখেছেন, সদ্য ঘোষিত সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের পকেট কমিটি প্রত্যাখ্যান করে গণপদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে সিলেট জেলা মহানগরের আওতাধীন সব কলেজ, পৌরসভা, উপজেলা ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীকে গণপদত্যাগের জন্য মঙ্গলবার বিকেল ৩টায় নগরীর কুমারপারাস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।
উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়ার ব্যাপারে জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট নুরুল হক বাংলানিউজকে বলেন, ‘আমি অসুস্থ, শয্যাশায়ী। কেন্দ্র কমিটি দিয়েছে, কেন্দ্রই সমস্যার সমাধান করবে।’
সিলেট মহানগর বিএনপির সভাপতি এমএ হক বলেন, কমিটি পেছন দরজা দিয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে জিজ্ঞাসা করে দিলে এ ধরণের সমস্যা হতো না। তবে আমাদের উপর না বর্তালেও যেহেতু দল করি, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার দুপুরের মধ্যেই পদবঞ্চিত নেতাকর্মীদের নিয়ে আলোচনা করবো।
শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করে সদ্য ঘোষিত সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বাতিলে ৭২ ঘন্টার আলটিমেটাম দেন পদবঞ্চিতরা। অন্যথায় গণপদত্যাগের হুমকী দেওয়া হয়। এরই জের ধরে সিলেট্ ছাত্রদলের রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে। সোমবার সকালে হরতালের সমর্থনে নবগঠিত কমিটির নেতকাকর্মীরা মিছিল বের করলে পদবঞ্চিতদের হামলার শিকার হন।