রাজশাহী, ২৬ জানুয়ারি:
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী বিভাগে আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতালের ডাক দেয়া হয়েছে। সোমবার দুপুরে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশীদ সাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদবিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, দলের শীর্ষ পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী বিভাগের ৮ জেলায় বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল আহ্বান করা হয়। একইসাথে প্রতিটি জেলা ও উপজেলায় ২৪ ঘণ্টার এই হরতাল পালনের জন্য অঙ্গ ও সহযোগী সংগঠনসহ জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে।
প্রসঙ্গত, এরআগে গত ১৯ জানুয়ারি বিএনপির বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলা সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফাকে আটকের প্রতিবাদে ২৪ ঘণ্টার হরতাল পালন করেছে জেলা বিএনপি।