যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি গির্জায় রবিবার প্রার্থনার সময় বন্দুকধারীর গুলিতে অন্তত ২৭ জন নিহত হয়েছে। পুলিশের বরাত দিয়ে খবরটি জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
এছাড়াও, গুলিতে আরও বেশ কয়েকজন আহত হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ঘটনাস্থল থেকে একজন পুলিশ কমিশনার সহ অন্তত ২৭ জন নিহতের কথা নিশ্চিত করা হয়েছে।
টেক্সাসের উইলসন কাউন্টির সাদারল্যান্ড স্প্রিংস ব্যাপটিস্ট চার্চে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় এ হামলা হয় বলে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে।
এফবিআই’র সান আন্টোনিও শাখা এ ঘটনায় তাদের কর্মীদের মোতায়েন করার কথা জানিয়েছে । তারা বলেছে, বন্দুকধারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
সুত্রঃ বিবিসি