বাসে আগুন দেয়ার সময় হাতে নাতে ধরা পড়লো ছাত্রলীগের ৩ কর্মী। ঘটনাটি ঘটেছে মাগুরা শহরের পারনান্দুয়ালি কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়।
বুধবার রাত পৌনে আটটার দিকে আগুন দেয়ার সময় তাদের আটক করে পুলিশ। এসময় তাদের হাতে পেট্রল ভর্তি দুটি বোতল ও দিয়াশলাই পাওয়া গেছে।
আটককৃত ব্যক্তিরা হল, জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক সাজ্জাদ মোল্লা (২৪), ছাত্রলীগকর্মী লিমন (২২) ও রানা (১৯)।
জানা যায়, রাত পৌনে আটটার দিকে বাস টার্মিনালের পাশে ঢাকা-খুলনা মহাসড়কে চলাচলকারী গাড়িতে পেট্রল ছুড়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে ওই তিন যুবক। এ সময় পুলিশ তাঁদের হাতেনাতে আটক করে।
মাগুরা পুলিশ সূত্র জানায়, আটককৃতদের কাছে মাম ব্রান্ডের পানির বোতলে ভরা পেট্রল এবং সঙ্গে দিয়াশলাই পাওয়া গেছে। জেলার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় বলেন, সাজ্জাদ, লিমন ও রানাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, নাশকতা সৃষ্টিই তাঁদের উদ্দেশ্য ছিল।
এবিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান বলেন, ‘পেট্রলবোমাসহ জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক সাজ্জাদ মোল্লা ও ছাত্রলীগকর্মী লিমন ও রানাকে পুলিশ আটক করেছে বলে শুনেছি। বিষয়টি দুঃখজনক।’