মাগুরায় পুলিশ এক কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের কালি মূর্তি উদ্ধার এবং ৪ জনকে গ্রেফতার করেছে। সোমবার রাত ১২টার দিকে সদর থানা পুলিশ পৌর এলাকার আবালপুর গ্রামের জনৈক সোনা মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে ২৪ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের কালি মূর্তি উদ্ধার করে। এ সময় পুলিশ আমীর, রেঞ্জু, সোনা মোল্যা ও ভরসা মোল্লা নামে চারজনকে আটক এবং তাদের কাছ থেকে দু'টি চাপাতি উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বাড়ি সদর উপজেলার আবালপুর ও ঘোড়ামারা গ্রামে। মূর্তিটির আনুমানিক মূল্য ১ কোটি টাকা হবে বলে পুলিশ জানায়। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।