যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্মরণে আজ সোমবার সারা দেশের প্রাথমিক বিদ্যালয়-গুলোতে ক্লাস শুরুর আগে জাতীয় সঙ্গীত গাওয়ার পরে শোক প্রকাশ করা হবে। একই সঙ্গে দোয়া মাহফিল ও তাদের আত্মার শান্তির জন্য মাগফিরাত কামনা করা হবে। গতকাল রবিবার প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান মন্ত্রণালয়ের সভাকক্ষে এ ঘোষণা দেন। আহতদের চিকিত্সার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মন্ত্রী। নিহত শিশুদের জন্য গভীর শোক প্রকাশ করেন তিনি।