জেলার ভুরুঙ্গামারী উপজেলায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের ৫ নেতাকে বহিষ্কার করা হয়। গত শনিবার দলের বর্ধিত সভায় উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ সিদ্ধান্ত নেয়া হয়। ভুরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাজাহান সিরাজ জানান, উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়ায় যুগ্ম সম্পাদক মোহম্মদ আলী মুকুল, শ্রম সম্পাদক আব্দুল হাই মিলার, তথ্য ও গবেষণা সম্পাদক জুলহাস উদ্দিন, কার্যনির্বাহী সদস্য আজিজার রহমান ও আনিছুর রহমান মেম্বারকে বহিষ্কার করা হয়েছে।