পহেলা বৈশাখী উপলক্ষে উন্নত মানের খাবার খেয়ে বাগেরহাট জেলা কারাগারের ৩৫ হাজতী ও কয়েদী অসুস্থ হয়ে পড়েছে। গুরুতর অসুস্থদের মধ্যে মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে ১৯ জনকে ভর্তি করা হয়েছে। অন্যদের কারাগারের অভ্যন্তরে রেখেই চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে কারাকর্তৃপক্ষ।
জানা গেছে, সোমবার বাংলা নববর্ষ উপলক্ষে বাগেরহাট জেলা কারাগারে উন্নত মানের খাবর পরিবেশন করা হয়।
বাগেরহাট জেল সুপার আমানুল্লাহ জানান, বাংলা নববর্ষ উপলক্ষে সোমবার রাতে ৫২৯জন বন্দীকে গরুর গোশ্ত ও পোলাও পরিবেশন করা হয়। এ ঘটনার পর বেশকিছু বন্দীর ডাইরিয়াসহ নানা উপস্বর্গ দেখা দেয়। এ অবস্থায় মঙ্গলবার সকালে গুরুতর অসুস্থ ১৯ বন্দীকে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, অনান্য অসুস্থ বন্দীদের কারা অভ্যন্তরে রেখেই চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
এদিকে দুপুরে বাগেরহাট সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কুহেলী বেগম জানান, প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার ফলেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ পযন্ত ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
তবে জেলসুপার খাদ্যে বিষক্রিয়ায় বিষয়টি অস্বীকার করেন, তিনি জানান তাদের নিজস্ব গভীর নলকুপের পানি খুব লবনাক্ত, সুপেয় পানির তীব্র অভাব রয়েছে কারা অভ্যন্তরে। যার ফলে অনেকটা বাধ্য হয়েই লবনাক্ত পানি পান করার কারণে এ ঘটনা ঘটতে পারে।